VISA কি? VISA প্রকার ও কি কি | ভিসা কিভাবে করতে হয় বিস্তারিত ২০২৩

ভিসা কি? অনলাইনে-ভিসার-আবেদন, ভারতীয় ভিসার আবেদন করার নিয়ম, আমেরিকার ইমিগ্রেশন ভিসা, How does visa processing ভিসার আবেদনপত্র · ভিসা আবেদনের নিয়মাবলি; আবেদনপত্রে কি কি অন্তর্ভুক্ত করতে হবে.

VISA কি? VISA প্রকার ও কি কি | ভিসা কিভাবে করতে হয় বিস্তারিত ২০২৩

আপনি কি জানেন ভিসা কি? ভিসা কত প্রকার ও কিকি ? ভিসা কিভাবে করতে হয়? যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই। 

 

কেননা, এই আর্টিকেলটিতে আমরা ভিসা সম্পর্কিত সঠিক তথ্য গুলো তুলে ধরার চেষ্টা করবো,তাহলে চলুন শুরু করা যাক।

আর্টিকেলটিতে যা যা থাকছে,

১. ভিসা কি What Is VISA?

২.  ভিসা কত প্রকার ও কি কি?

৩. বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা?

৪.  ভিসা কিভাবে করতে হয় ২০২৩

৫. ভিসার মেয়াদকাল কত দিন?

৬. পরিশেষেঃ

ভিসা কি?

VISA (Visitors International Stay Admission). সহজ কথায় বলতে গেলে ভিসা মূলত একটি অস্থায়ী অনুমতি পত্র। যা এক দেশ থেকে অন্য দেশে প্রবেশের প্রয়োজন হয়। ভিসা সাধারণত দেওয়া হয় ট্রাভেল বা পাসপোর্ট পারমিটের মাধ্যমে। ট্রাভেল বা পাসপোর্ট পারমিটের পাতায় স্টিকার লাগিয়ে বা লিখার মাধ্যমে  বা সিল দিয়ে ভিসা মঞ্জুর করা হয়। সকল দেশেই বিদেশী দূতাবাস আছে। আর এই দূতাবাস গুলোই ভিসা প্রদান করে থাকে। সকল দূতাবাসের কনস্যুলার শাখা আছে ভিসা প্রদান করার জন্য। ভিসা ওয়েভার নীতিমালা দুই পক্ষের চুক্তিতে দেওয়া হয়। জাতিসংঘের তথ্যমতে সারা বিশ্বে দেশের সংখ্যা ১৯৫ টি। 

 

এমন অনেক অনেক দেশ আছে যাদের ওয়েভার চুক্তি আছে। যেমন- বৃটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুই দেশের মধ্যে ওয়েভার চুক্তি আছে। উভয় দেশের মানুষই ভিসা ছাড়াই দেশ ভ্রমন করতে পারে। 

এরকম আরো একটি চুক্তি হলো শেনঝেন চুক্তি। এই শেঝেন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত অনেক দেশের নাগরিকরা ভিাসা ছাড়াই দেশ ভ্রমন করতে পারে। শেঝেন এলাকা ইউরোপীয় ২৬ টি দেশ নিয়ে গঠিত।

 

১৯৮৫ সালে ফ্রান্স, পশ্চিম জার্মানি, বেলজিয়াম নেদারল্যান্ডস এই চুক্তিতে স্বাক্ষর করে। শেনঝেন ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়ার চুক্তি কার্য হয় ২০০৮ সালে। 



ভিসা কত প্রকার ও কি কি ?

প্রতিটি জিনিসের যেমন কিছু প্রকার রয়েছে। ভিসার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। মূলত আমাদের দেশে যারা ভ্রমণ করে করে থাকে তাদেরকে মোট ৩৩ প্রকার ভিসা দেওয়া হয়ে থাকে।



চলুন ভিসার কিছু প্রকারভেদ জেনে নেই -

  • স্টুডেন্ট ভিসা

  • ব্যবসায়িক ভিসা

  • মেডিকেল ভিসা

  • ভ্রমণ ভিসা

  • নন ইমিগ্রান্ট ভিসা

  • ট্রানজিট ভিসা

  • কাজের ভিসা

  • সাংবাদিক ভিসা

  • ক্রিউ ভিসা গৃহ কর্মী ভিসা

  • বিজনেস ভিসা

  • টুরিস্ট ভিসা

  • এ্যারাইভাল ভিসা

  • জব ভিসা ইত্যাদি

 

বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা?

বিশ্বে বর্তমান দেশের সংখ্যা ১৯৫ টি।  এই দেশ গুলো থেকে যেসব দেশে বাংলাদেশের জন্য ভিসা খোলা আছে চলুন তা জেনে নেওয়া যাক।

  • যুক্তরাষ্ট

  • কানাডা

  • মালয়েশিয়া 

  • ওমান দক্ষিণ কোরিয়া 

  • সৌদিআরব

  • আর্জেন্টিনা

  • ক্রোয়েশিয়া

  • সার্বিয়া

  • আলবেনিয়া 

  • দুবাই

  • রাশিয়া

  • সিঙ্গাপুর 

  • মালদ্বীপ

  • নিউজিল্যান্ড

  • ব্রাজিল 

  • ফ্রান্স

  • জর্ডান 

  • ফিনল্যান্ড

  • আয়ারল্যান্ড

  • কুয়েত

  • আলবেনিয়া

  • বেলারুশ

  • কোস্টারিকা

  • মরক্কো ইত্যাদি

উপরোক্ত দেশের ভিসা ছাড়াও  আরো দেশের ভিসা খোলা আছ।



ভিসা কিভাবে করতে হয় ২০২৩

ভিসা করার জন্য প্রথমে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে বাংলাদেশের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। আর সেখান থেকেই আবেদন করতে হবে।

 

আপনি গুগলে Bangladesh visa লিখে সার্চ করলে https://www.visa.gov.bd এই ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকেই আপনি আবেদন করতে পারবেন।

 

ভিসার মেয়াদকাল কত দিন?

প্রতিটি ভিসা নিদিষ্ট মেয়াদের জন্য দেওয়া হয়। বর্তমানে দেশের ভিসা ক্যারগরি অনুযায়ী নিদিষ্ট মেয়াদ দেওয়া হয়।

ভিসায় উল্লেখ থাকে সবশেষ কবে বা কত তারিখে ঐ দেশে প্রবেশ করা যাবে।

অন্য দিকে বৈধ পদ্ধতিতে ভিসা নিয়ে প্রবেশের পর কত দিন পর্যন্ত ঐ দেশে থাকতে পারবেন তাও ভিসায় উল্লেখ থাকে।

অর্থাৎ ভিসার ক্যাটাগরি অনুয়ায়ী ভিন্ন ভিন্ন মেয়াদ দেওয়া থাকে। 

 

অবশ্য চিন্তার কোনো কারণ নেই। কারণ ভিসায় মেয়াদ শেষ হওয়ার পর পূণরায় ভিসা রিনিউ করে নিতে পারবেন। তবে ভিসা রিনিউ করার সময় কিছু টাকা খরচ হবে।

সংগৃহীত ভিডিও

পরিশেষেঃ

আশা করি আপনি এই আর্টিকেলটি পড়ে ভিসা কি? ভিসা কত প্রকার ও কি কি? ভিসা কিভাবে করতে হবে এ বিষয়ে বুঝতে পেরেছেন।

 

আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার প্রিয় জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন কিন্তু।