Pathan Movie Release Date 2023 Budget, Cast, Trailer, Storyline - পাঠান মুভি রিলিজ ডেট, বাজেট, শাহরুখ খানের পাঠান মুভি দেখার নিয়ম

শাহরুখ খানের পাঠান মুভি দেখার নিয়ম ২০২৩ | Pathan Movie Release Date 2023 Budget, Cast, Trailer, Storyline, Pathaan Trailer, Advance Booking

Pathan Movie Release Date 2023 Budget, Cast, Trailer, Storyline - পাঠান মুভি রিলিজ ডেট, বাজেট, শাহরুখ খানের পাঠান মুভি দেখার নিয়ম
শাহরুখ খানের পাঠান মুভি দেখার নিয়ম

Pathan Movie ২০২৩ বলিউডের জনপ্রিয় পাঠান মুভি রিলিজ ডেট, বাজেট, পাঠান মুভির গল্প, শাহরুখ খানের পাঠান মুভি দেখার নিয়ম | Pathan Movie Release Date 2023 Budget, Pathan Movie Cast, Pathan Movie Teaser Trailer, Pathan Movie Storyline  বিস্তারিত সম্পর্কে আলোচনা করবঃ

সিদ্ধার্থ আনন্দের পরিচালিত পাঠান মুভিটি দর্শকমহলে এখন বেশ আলোচিত হয়ে উঠছে। Movie’টির ট্রেলার দেখলেই বুঝা যায় মুভিটি একটি অ্যাকশন মুভি যেটায় শাহরুখ খানের অ্যাকশনাল সকল ধামাকা এবং চোখ ধাঁধানো সিন রয়েছে। 2 মিনিট 34 সেকেন্ডের ট্রেলারটি বুঝিয়ে দিচ্ছে 2023 সালের ব্যবসা সফল একটি মুভি হতে যাচ্ছে।

সিনেমা প্রেমিকদের আগ্রহের মাত্রা শেষ নাই মুভি দেখার অপেক্ষায় হাজারও মুভিপ্রেমি অধির আগ্রহে বসে আছেন। যারা জানতে চাচ্ছেন মুভিটি রিলিজ হলে কীভাবে দেখবেন বা ডাউনলোড দিবেন তাদের জন্যই আমাদের আজকের আর্টিকেলটি। আমাদের আজকের আর্টিকেল থেকে জানতে পারবেন কীভাবে পাঠান মুভি দেখবেন।

বাদশা শাহরুখের আপকামিং মুভি পাঠান (Badsha Shahrukh Upcoming Movie Pathaan)

প্রায় দীর্ঘ 4 বছর পর শাহরুখ খান ব্যাক করলেন সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম একটি ধামাকা নিয়ে। শাহরুখ খান এর  মুভিতে ব্যাক করা যে এভাবে হবে কেউ কল্পনা করতে পারেননি। তার পাঠান মুভির ট্রেলার দেখেই দর্শকরা এক্সাইটেড কখন দেখতে পারবেন এই সিদ্ধার্থ আনন্দের পরিচালিত পাঠান মুভিটি। দীর্ঘ 4 বছর পর শাহরুখের এই লুক দেখে শাহরুখকে অনেকেই বলছে বলিউডের বাদশা চলে এসেছে এরকমই কথা বার্তা শুনা যাচ্ছে। কেউ বাদশা বলছেন কেউ আরো নানান নাম ধরে তাকে গ্রহণ করে নিচ্ছেন  বলিউড জগতে।

**Shahrukh Khan Pathaan Movie Overview**

Movie name

Pathaan

Production

Yash Raj Films

Produced by

Aditya Chopra

Language

Hindi

Pathan Release Date

25 January 2023

Film Type

Bollywood Movie

Distributed by

Yash Raj Films

Movie Type

Action thriller film

 

 

পাঠান মুভির গল্প | Pathaan Movie Story

আমাদের ভিতর যাদের Action Movie পছন্দ তাদের জন্য মুভিটি সেরার তালিকায় থাকবে আশা করি কেননা মুভির ট্রেলার দেখে বুঝাই যাচ্ছে মুভিটি একটি অ্যাকশন মুভি। মুভির গল্পটি শুরু হয় গল্পের মূল চরিত্র নায়ককে ঘিরে। তার মা-বাবার হত্যার প্রতিশোধ নিতে খুনীকে খুঁজে বেড়ায় গল্পটা এভাবেই  আগানো হয়েছে। পাঠান মুভিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছে দীপিকা পাড়ুকোন। এই মুভির গল্পে দেখা যাবে পুলিশ আর অপরাধীর মধ্যে থাকা ক্লাসিক কিছু দৃশ্যপট যা অ্যাকশন প্রিয় মুভি প্রেমিদের মন  জয় করে নিবে বলে আশাবাদী মুভি নির্মাতাদের।

পাঠান মুভির বাজেট | Pathaan Movie Budget

Pathaan Movie বাজেট ছিল বেশ ভালোই সেই অনুযায়ী মুভিটিও আশা করা যায় ব্যবসা সফল হবে এরকমই মতামত দিচ্ছেন মুভির প্রযোজক ও পরিচালক। মুভির ট্রেলারটি দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন মুভিটি মিস করবেন না বলে রিভিউ দেখা গেছে নেটজগৎ এ Pathaan Movie বাজেট রাখা হয়েছে 250 কোটি যা বেশ ভালোই খরচ হয়েছে মুভির পিছনে এখন শুধু অপেক্ষার পালা 250 কোটি টাকার মুভি দেখার। 

পাঠান মুভি রিলিজ | Pathaan Movie Release Date 25 January 2023

পাঠান মুভিটির ট্রেলার দেখে দর্শকরা অপেক্ষারত হয়ে আছেন কবে হলে গিয়ে Pathaan Movie দেখবে। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে Release হতে চলছে পাঠান মুভি। যারা এতদিন ট্রেলার দেখে অপেক্ষা করছিলেন কবে দেখবেন তাদের জন্য সুখবর। খুব শীঘ্রই আসছে পাঠান। মুভি প্রেমিরা ২৫ জানুয়ারি সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন পাঠান মুভি। আশা করি অ্যাকশন যাদের পছন্দ তাদের কাছে Movie’টি বেশ জনপ্রিয়তা পাবে।

Pathaan Movie Release Date 25 January 2023 - পাঠান মুভি রিলিজের তারিখ 25 জানুয়ারী 2023

 

Pathaan Official Trailer | Shah Rukh Khan | Deepika Padukone | John Abraham | Pathaan Movie Official

 

পাঠান মুভির বেশরম রং গান | Pathaan Movie BeshRom Rong Song

পাঠান মুভির গানটি অনেকেরই পছন্দের তালিকায় থাকলেও গানটির মধ্যে বেশ কিছু দৃশ্যপট নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে মুভির অভিনেতা অভিনেত্রীর। Pathaan Movie’র অসম্মানের কিছু দৃশ্য হওয়াতে এই সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অনেকরই গানটি পছন্দের তালিকাতেও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন মুভি নির্মাতা।

পাঠান মুভি দেখার নিয়ম | Pathaan Movie 2023

জানুয়ারিতে মুক্তি পাওয়া পাঠান মুভি নিয়ে হৈ চৈ দেখা যাচ্ছে সারা  বিশ্বে এখনই। হলের টিকেট অগ্রিম কেটে নিচ্ছেন মুভি পাগলরা তারা কোনো ভাবেই মিস করতে চাচ্ছেন না শাহরুখ খানের এই ধামাকা মুভিকে। আমাদের যাদের হলে গিয়ে মুভি দেখার সময় বা সুযোগ নেই তাদের মনে প্রশ্ন Movie Release হবার পর তাহলে কীভাবে দেখবেন পাঠান মুভি? আমি তাদের জন্যই বলে দিচ্ছি আপনি খুব সহজে দেখে নিতে পারবেন বা Download দিতে পারবেন পাঠান মুভি। আপনাকে এর জন্য বেশ কয়েকটি ওয়েব সাইট যেতে হবে এর ভিতরে রয়েছে তার মধ্যে হচ্ছে ফিল্মিবিট ( Pathaan FilmiBeat)

আপনি চাইলে ফিল্মিমিট থেকে bollywood actress মুভিটি দেখতে পারেন রিলিজ হবার পর যেকোনো সময়।

 

পাঠান মুভির সারসংক্ষেপ | Pathaan Movie Synopsis

Pathaan Movie পরিচালক সিদ্ধান্ত আনন্দ। মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান এবং তার বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও প্রধান ভুমিকায় থাকবেন জন আব্রাহাম। মুভিটি অ্যাকশন মুভি। এটি রিলিজ হতে চলেছে 25 জানুয়ারি 2023 এ মুভির ট্রেলার ছিল 2 মিনিট 34 সেকেন্ডর যা দর্শককে বেশ আগ্রহী করে তুলেছে এখনই। মুভির বাজেট হচ্ছে 250 কোটি। মুভিটিতে জনপ্রিয় একটি গান হচ্ছে রেশমন সং। আশা করা যায় মুভিটি ভালোই লাগবে সকলের।

Pathaan Movie 2023

সংগৃহীত ভিডিও

আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লাগল জানাবেন  কমেন্টের মাধ্যমে এবং আপনারা পরপবর্তীতে কী নিয়ে আর্টিকেল চান জানাতে পারেন আমাদের আমরা চেষ্টা করব লেখার। ধন্যবাদ এতক্ষন আমাদের সাথে থাকার জন্য।