মেট্রোরেলের 'স্থায়ী টিকেট' নিতে যা লাগবে | মেট্রোরেলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভাড়া ২০২৩
ঢাকা মেট্রোরেলের স্থায়ী টিকেট ক্রয়। স্থায়ী টিকে ক্রয় করতে যা যা লাগবে এবং মেট্রোরেলের ভাড়ার তালিকা। ঢাকা মেট্রোরেলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভাড়া। মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

আজকের আর্টিকেলে আমি আলোচনা করবো একটি সংবাদ। ইতোমধ্যে আপনারা জেনেছেন Dhaka Metro Rail প্রকল্প সম্পর্কে। আজকের আর্টিকেলে আমি আপনাদের জানাবো মেট্রোরেলের স্থানী টিকেট নিতে যা যা প্রয়োজন পাশাপাশি মেট্রোরেলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভাড়া সম্পর্কে। আশা করছি আজকের আর্টিকেলটি আপনাদের অনেক ভালো লাগবে। তো শেষপর্যন্ত আমার সাথেই থাকুন।
How To Buy Metro Rail Ticket?
বাংলাদেশের প্রথম Metro Rail উদ্বোধন করেছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মেট্রোরেলের মাধ্যমে দেশের Communication মাধ্যম আরো সহজ এবং উন্মোচিত হলো। ২৮ ডিসেম্বর (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মেট্রোরেলের Ticket কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়েন। বৃহস্পতিবার থেকে সকল যাত্রীদের জন্য মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে বলে জানা গেছে।
DMTCL জানিয়েছেন, শুরুতে মেট্রোরেল দিনে চার ঘন্টা চলাচল করবে। সময় সকাল ৮টা থেকে বিকেল দুপুর ১২টা পর্যন্ত।
উত্তরা থেকে আগারগাঁও যাওয়ার পথে মেট্রোরেল কোথাও বিরতি দিবে না। শুরুতে উত্তরা এবং আগারগাঁও স্টেশন থেকে Train এর Ticket(Card) ক্রয় করা যাবে। ভাড়া ৬০ টাকা। পৌনে ১২ কিলোমিটার পথ পার করতে মেট্রোরেলের সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড।
ডিএমটিসিএল আরও জানান, শুরুর দিকে মেট্রোরেলের স্টেশন থেকে Card ক্রয় করতে হবে। পরবর্তীতে স্টেশনের বাহিরে কার্ড বিক্রি করার জন্য কিছু লোক নিয়োগ দেওয়া হবে।
ডিএমটিসিএল এর MD জানান মেট্রোরেলের চলাচলের জন্য দুই ধরনের টিকেট নিয়ে চলাচল করা যাবে। প্রথমটি সিঙ্গেল চলাচলের জন্য এবং দ্বিতীয় এমআরটি পাস ( Permanent Ticket) স্থায়ী চলাচলের জন্য।
সিঙ্গেল জার্নির জন্য যাত্রীকে প্রতিবার নতুন করে টিকেট কিনতে হবে। এবং জার্নি শেষে তা স্টেশনের স্বয়ংক্রিয় দরজায় জমা দিয়ে আসতে হবে নয়তো দরজা খোলা হবে না এবং যাত্রী স্টেশন থেকে বের হতে পারবে না।
স্থায়ী জার্নির জন্য যাত্রীকে স্থায়ী টিকেট ক্রয় করতে হবে। কার্ডের টাকা শেষ হয়ে গেলে নতুন করে রিচার্জ করতে হবে৷ এই টিকেটটি যাত্রীকে স্টেশনে জমা দিতে হবে না। যাত্রী নিজের কাছে এটি রেখে দিবে।
মেট্রোরেলের স্থায়ী টিকেট নিতে যা লাগবে
মেট্রোরেলের ১০ বছর মেয়াদি স্থায়ী টিকেট বা কার্ড ক্রয় করতে হবে ২০০ টাকা দিয়ে। যাতায়াতের জন্য এই কার্ডে প্রয়োজনমতো টাকা রিচার্জ করা যাবে।
এই কার্ডটি ক্রয় করতে ২০০ টাকা প্রয়োজন হবে এবং পরবর্তীতে ২০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।
মেট্রোরেল এর Permanent টিকেট বা কার্ডটি পেতে Registration করতে হবে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ডিএমটিসিএল এর ওয়েবসাইটে নিবন্ধন লিংক দেওয়া হবে এখান থেকে নিবন্ধন করা যাবে।
এটি নিবন্ধন করতে নিজের নাম, মাতা-পিতার নাম,
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি প্রয়োজন হবে।
মেট্রোরেলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভাড়া, Dhaka Metro Rail Ticket Price
Metro Rail Ticket Price Chart
মেট্রোরেলের ভাড়ার তালিকা
-
উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা।
-
উত্তরা নর্থ থেকে উত্তরা সেন্টার অথবা উত্তরা সাউথ স্টেশনের ভাড়া ২০ টাকা।
-
১ম স্টেশন (উত্তরা নর্থ) থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা।
-
মিরপুর-১০ থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা।
-
শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা।
-
পল্লবী স্টেশন মিরপুর-১১ এবং মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা
-
পল্লবী থেকে শেওড়াপাড়া এবং আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা।
-
মিরপুর-১০ থেকে ফার্মগেট ভাড়া ৩০ টাকা।
-
মিরপুর-১০ থেকে কারওয়ান বাজার ভাড়া ৪০ টাকা।
-
মিরপুর-১০ থেকে শাহবাগ ও ঢাকা ইউনিভার্সিটির ভাড়া ৫০ টাকা।
-
মিরপুর-১০ থেকে সচিবালয়ে ও মতিঝিল ভাড়া ৬০ টাকা।
-
মিরপুর-১০ থেকে কমলাপুর স্টেশনে ভাড়া ৭০ টাকা।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভাড়া
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মেট্রোরেল ভ্রমণের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা। এবং মেট্রোরেলের প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা করে নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
ফার্মগেট স্টেশন থেকে উঠে যদি কারওয়ান বাজারে নামে তবে যাত্রীকে স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে। এবং একই ভাড়া দিয়ে শাহবাগ ও ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়া যাবে। এবং ফার্মগেট থেকে সচিবালয় এবং মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ এবং কমলাপুর এর ভাড়া ৪০ টাকা।
অন্যদিকে কমলাপুর স্টেশন থেকে ঢাকা ইউনিভার্সিটির ভাড়া ২০ টাকা। মাঝখানের দুই স্টেশন অর্থাৎ সচিবালয় এবং মতিঝিল এর ভাড়াও একই। কমলাপুর থেকে শাহবাগ ও কারওয়ান বাজার এর ভাড়া ৩০ টাকা, ফার্মগেট ৪০ টাকা, বিজয় সরণি এবং আগারগাঁও ৫০ টাকা, শেওড়াপাড়া ৬০ টাকা, কাজীপাড়া এবং মিরপুর-১০
৭০ টাকা, মিরপুর-১১ এবং পল্লবী ৮০ টাকা ও উত্তরা সাউথ স্টেশনের ভাড়া ৯০ টাকা।
আজকের আর্টিকেলটি এই পর্যন্তই।
আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের আর্টিকেলটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন আর্টিকেল পেতে ওয়েবসাইটটি ভিজিট করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।