ইউটিউব থেকে আয় করার উপায় ২০২৩ [A টু Z] | How to earn money from Youtube
কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায়? ইউটিউব থেকে আয় করার উপায় A টু Z ২০২৩। আজকের আর্টিকেলে ইউটিউব থেকে আয় করার ১০টি সহজ উপায় তুলে ধরব এবং ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় সকল বিস্তারিত:
![ইউটিউব থেকে আয় করার উপায় ২০২৩ [A টু Z] | How to earn money from Youtube](https://bdbanglarnews.com/uploads/images/202301/image_750x_63c7875da810c.jpg)
YouTube এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। Video Content এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইউটিউবের জনপ্রিয়তা। বর্তমানে ইউটিউব থেকে আয় করার ব্যাপারটি কারোর অজানা নয়। কিন্তু ইউটিউব থেকে আয় করার একাধিক উপায় রয়েছে। এখানে আপনারা কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায় বা ইউটিউব থেকে আয় করার উপায় জানতে পারবেন।
কিভাবে ইউটিউব থেকে আয় করা যায় | How to earn from YouTube
YouTube থেকে টাকা আয় করার একমাত্র সহজ উপায় আপনার YouTube Account বা YouTube Channel এ Video upload করে । ভিডিও বানিয়ে নিজের YouTube Channel - এ আপলোড করে টাকা আয় করতে পারবেন। কিন্তু ইউটিউব থেকে আয় করার উপায়টি শুনতে অনেক সহজ লাগলেও আসলে চ্যানেল শুরু করা থেকে টাকা আয় করা পর্যন্ত আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে।
How to earn money on YouTube: ইউটিউব থেকে আয় করার জন্য আপনার চ্যালেনটি জনপ্রিয় ও ভিউয়ার বেশি হওয়াটা সবচেয়ে জরুরি। জনপ্রিয় হতে হলে আপনাকে এমন একটি বিষয় বেছে নিতে হবে যার প্রতি মানুষের আগ্রহ ও চাহিদা আছে।
YouTube এ এমন একটি ইনকাম মডেল আছে যাকে YouTube Monetization বলা হয়। এই Monetization প্রক্রিয়াটা চালু করার পর যে কেউ নিজের আপলোড করা ভিডিও থেকে আয় করতে পারবেন। আপনাকে কোন কনটেন্ট বা ভিডিও আপলোড করার আগে Youtube Monetization Rules ফলো করতে হবে। Youtube Monetization Rules এর বাহিরে কোন কাজ করা যাবে না।
আবার আপনারা অনেকেই মনে করেন শুধুমাত্র Adsense Monetization এর মাধ্যমেই ইউটিউব থেকে আয় সম্ভব। এটা ভুল ধারনা। YouTube থেকে একাধিক আয়ের উপায় রয়েছে। যেমনঃ
বিজ্ঞাপন থেকে আয় । Advertising Revenue
একজন ইউটিউবার হিসাবে বিজ্ঞাপন থেকে আয় অন্যতম সহজ একটি উপায়। আপনারা হয়তো জানেন বেশিরভাগ ইউটিউবার তাদের ভিডিওতে দেখানো বিজ্ঞাপন থেকেই আয় করেন। আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও শুরু হওয়ার আগে বা চলাকালীন সময়ে যে বিজ্ঞাপন দেখতে পাই সেখান থেকেই মূলত আয় করে থাকে। বিজ্ঞাপনটি থেকে ইউটিবার নির্দিষ্ট কি পরিমান আয় করছেন তিনি নিজেই জানেনা।
তবে প্রাথমিক ধারনা করে পাওয়া যায় প্রতি ১ হাজার ভিউ থেকে ৩ ডলার থেকে ১০ ডলারের মতো আয় হয়। কোন কোন ক্ষেত্রে আপনাকে ভিউয়ের উপর কোন আর্নিং দেওয়া হবে না শুধুমাত্র আপনার বিজ্ঞাপন এর মধ্যে যে ক্লিকটা আসবে ওটার ভিত্তিতে ইনকামটা হবে।
ইউটিউবে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার কোনো ভিডিও যদি একবার জনপ্রিয় হয়ে যায় তাহলে এই ভিডিও আপনার চ্যানেলে যতদিন থাকবে ততদিনই আপনার আয় হতে থাকবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং | Affiliate Marketing
Affiliate Marketing এর জন্য কোনো কোম্পানির সাথে আপনার চুক্তিতে যেতে হবে। এই জন্য তাদের পণ্যের লিংক আপনার Video Description দিয়ে রাখতে হবে। এবং ভিডিওর মধ্যে তাদের পণ্যটির কথা আপনাকে বলে দিতে হবে। কেউ যখন লিংকে ক্লিক করে পণ্যটি ক্রয় করেন সেখান থেকে নির্দিষ্ট পরিমান টাকা আপনি কমিশন হিসেবে পেয়ে যাবেন।
এতে করে আপনার লাভের সাথে কোম্পানিটির ও লাভ হচ্ছে। কেননা কোম্পানির পণ্য বিক্রয়ের সাথে তাদের কোম্পানির মার্কেটিও হয়ে যাচ্ছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরী, যে কোনো প্রতিষ্ঠানের সাথে অ্যাফিলিয়েট করার আগে অবশ্যই তাদের সম্পর্কে যাচাই করে নেওয়া উচিত। প্রতিষ্ঠানটির সার্ভিস কেমন, তারা কেমন মানের পণ্য বিক্রি করছে তা সঠিক ভাবে জেনে নেওয়া উচিত। কারন প্রতিষ্ঠানের পণ্য খারাপ হলে বিজ্ঞাপনকারী হিসেবে কিন্তু তার দায় পড়বে ইউটিউবারদের ওপরেও।
ইউটিউব পার্টনার প্রোগ্রাম-YouTube Partner Program
YouTube Partner Program এ যুক্ত হওয়ার মাধ্যমে শুধুমাত্র Adsense নিয়ে টাকা আয় করা যায় তা নয়। ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে পাশাপাশি আরো অনেক সুবিধা পাওয়া যায়। ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার মাধ্যমে YouTube Premium Subscription Fee, Super Chat, Channel Merbeship প্রোগ্রাম ইত্যাদি সুবিধা পাওয়া যায়।
ডোনেশন | Donation
আপনার ইউটিউব চ্যানেল যদি ছোট হয় এবং ইউটিউবই আপনার একমাত্র কাজ ও আয়ের উৎস হয় সেক্ষেত্রে ইউটিউবিং এ আপনার সর্বোচ্চ সময় দিতে হবে। ছোটো কনটেন্ট ক্রিয়েটর যারা ইউটিউব থেকে অন্য উপায়ে যথেষ্ট পরিমাণ আয় করতে পারেনা, তারা সরাসরি সাবস্ক্রাইবারদের কাছ থেকে আর্থিক সাহায্য নিতে পারে। প্যাট্রিয়ন এর মতো সাইট এই ব্যাপারটিকে অনেকটাই সহজ করে দিয়েছে।
এই প্রক্রিয়াটি করা হয়েছে নতুন বা ছোটো কনটেন্ট ক্রিয়েটরদের জন্য। মনে করুন আপনি একটি চ্যালেন খুলেছেন, সেখান থেকে আপনার তেমন আয় হচ্ছে না। কিন্তু আপনার চ্যালেনের ভিউয়াররা চায় আপনি ভিডিও তৈরি করা চালিয়ে যান। আর সেক্ষেত্রে তারা আপনাকে একটা ডোনেশন দিবে যাতে আপনি ভিডিও তৈরি চালিয়ে যেতে পারেন।
স্পন্সরশিপ | Sponsorship
যে সকল ইউটিউবারদের চ্যালেনে বেশি ভিউয়ার ও ফ্যান রয়েছে তাদের জন্য Sponsorship এর মাধ্যমে আয় করার অন্যতম উপায়। আপনাকে কোনো কোনো কোম্পানি তখন টাকা দিবে যাতে আপনি আপনার ভিডিওতে তাদের কোম্পানির কথা উল্লেখ করেন।
আবার কোনো কোম্পানি আপনাকে বেশি পরিমান টাকা দিবে যাতে আপনি এমনভাবে ভিডিও তৈরে করেন যেখানে সেই কোম্পানির কথা ভালো ভাবে প্রচার হয়ে থাকে। বিষয় এমন যে, আপনার একটি চ্যালেন আছে সেখানে বিজ্ঞাপন প্রচারের জন্য আপনাকে অর্থায়ন করছে। তাই Sponsorship এর জন্য প্রচুর পরিমানে ভিউয়ার ও ফ্যান থাকতে হবে।
স্পন্সরড কনটেন্ট | Sponsored Content
আপনার চ্যানেলে যদি যথেষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার থাকে তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান নিজ থেকেই আপনার সাথে Sponsorship এর ব্যাপারে জানতে যোগাযোগ করতে পারে। এছাড়াও আপনার ভিডিও ও কোনো প্রতিষ্ঠানের সার্ভিস বা প্রোডাক্ট এর টপিক একই ধরনের হলে আপনিও উক্ত প্রতিষ্ঠানের সাথে Sponsorship এর ব্যাপারে আলাপ করতে যোগাযোগ করতে পারে।
পণ্য বিক্রি | Product Sales
বর্তমানে ইউটিউবারদের ও পাবলিক ফিগারদের আয়ের অন্যতম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি। আপনার চ্যানেলের যদি যথেষ্ট পরিমাণ ফ্যান ও ভিউয়ার থাকে তাহলে আপনার কাছ থেকে কিনতে যারা আগ্রহী হবে সেক্ষেত্রে ইউটিউব চ্যালেনের সাবস্ক্রাইবদের কাছে বিক্রি করতে পারেন মার্চেন্ডাইজ। যেহেতু আপনার ইউটিউব চ্যানেলও একটি ব্র্যান্ড সেক্ষেত্রে বিক্রি হওয়া মার্চেন্ডাইজ এ নিজস্বতা রাখার চেষ্টা করুন। মার্চেন্ডাইজ বিক্রি করতে পারেন Online Shop খুলে অথবা Facebook Page এ।
ভিডিও এডিটিং সার্ভিস | Video Editing Service
যেহেতু আপনি ইউটিউব ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে ভিডিও এডিটিংয়ে পারদর্শীতা থাকা দরকার। যদি ভিডিও এডিটিংয়ে পারদর্শীতা থাকে তাহলে আপনি যদি মনে করেন আপনার ভিডিও এডিটিং অন্যদের চেয়ে ভালো বা আপনি এই কাজে পারদর্শী তাহলে আপনি ভিডিও এডিটিং সার্ভিস প্রদান করতে পারেন। অর্থের বিনিময়ে Video Editing Service প্রদান করতে পারেন অন্য ইউটিউবারদের।
অনলাইন কোর্স | Online Course
যদি আপনি কোনো শিক্ষামূলক ইউটিউব চ্যানেল চালান তাহলে আপনি যা শেখান তার চেয়ে ভালোর মানের দিয়ে তৈরি করতে পারেন Educational Tutorial / Learning Tutorial / Tips and Tricks Online Course. আবার আপনার ভিডিও এর কোনো নির্দিষ্ট বিষয় যদি ভিউয়াররা শিখতে চায় তাহলে Online Course Sell করে হতে পারে আপনার Earn Money from YouTube (ইউটিউব) এর একটি উৎস।
ইউটিউব থেকে টাকা তোলার উপায় | Google Adsense Youtube
প্রতিটি চ্যানেলের ভিডিও থেকে আর্নিং এর ইনকাম গুলো উইড্রো করার জন্য প্রত্যেকের আলাদা আলাদা করে Google Adsense Account Create করতে হবে
Google Adsense Account তৈরি করার পর আপনার youtube চ্যানেলটিকে Google Adsense’এর সাথে যুক্ত করতে হবে। পরবর্তীতে আপনি যেকোনো সময় Google Adsense login করে আপনার Earn From Youtube এর বর্তমান ব্যালেন্স বা ইনকামটা দেখতে পারবেন।
কিভাবে ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করা যায় | How to earn money youtube Channel
সর্বোপরি মনে রাখতে হবে, Youtube এখন একটি প্রতিষ্ঠিত মাধ্যম । এতে রয়েছে অনেক প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটর, যাদের অবস্থান অনেকটাই বড়। তাই নতুন হিসাবে জনপ্রিয় হতে চাইলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ইউটিউব চ্যালেন চালানোর জন্য চাই ভিডিওগ্রাফি, ভিডিং এডিটিং এসব সম্পর্কে প্রাথমিক জ্ঞান ও দক্ষতা। তাই সকলের সে বিষয়েই চ্যালেন খোলা উচিত যাতে তার মেধা রয়েছে। সেটা হতে পারে টেকনোলজি, শিক্ষা, গেমিং, ব্লগিং, ফিটনেস বা স্বাস্থ্য, লাইফস্টাইল, রান্না ও মেকআপ অথবা ফানি ভিডিও। এসব টপিকের ভিডিওর জন্য মানুষ অনেকটাই ইউটিউবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
পরিশেষে বলা যায়, আপনার যদি লক্ষ্য থাকে এই প্লাটফর্ম ভালো কিছু একটা করার, সেজন্য অবশ্যই যে কোন একটি বিষয়ে পারদর্শীতা আবশ্যকীয়। আপনাকে ইউটিউব থেকে টাকা আয়ের অনেক সুযোগ করে দিলেও পন্থাগুলো দিন দিন কঠোর করছে। সেক্ষেত্রে, আপনি যদি আপনার মেধার সর্বোচ্চ প্রয়োগ করে কিছু করার চেষ্টা করেন তাহলে ভালো কিছুর আশা করতে পারেন।
এছাড়াও আপনার ভিডিওকে এস ইউ ফ্রেন্ডলি বা ভাইরাল করতে Focus keyword ব্যবহার করতে হবে।
How to earn money on YouTube,
how to earn money youtube channel,
google adsense account,
google adsense login,
login google adsense,
adsense account,
google adsense youtube,
google adsense youtube login,
how to get approved for google adsense youtube,
how earn money online,
how to earn money from online,
how to earn money online,
online earn money,
earn money from online,
earn money online,
how to online earn money,
earn money in online,
ইউটিউব থেকে আয় সম্পর্কিত সাধারণ কিছু প্রশ্নের উত্তর:
ইউটিউব থেকে আয় কি হালাল?
ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইউটিউব আয় করেও তা কনটেন্ট ক্রিয়েটরদের সাথে শেয়ার করে থাকে। আপনার বিজ্ঞাপনে বা ভিডিওতে ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু দেখালে তাতে সমস্যা হতে পারে। আপনার চ্যানেলের কনটেন্ট এবং প্রদর্শিত বিজ্ঞাপনের ব্যাপারে একজন প্রসিদ্ধ আলেমের সাথে কথা বললে আপনি এই প্রশ্নের উত্তর পাবেন।
ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয়?
প্রতি ১০০০ ভিউতে ইউটিউব ৩ থেকে ৫ ডলার, যা বাংলাদেশী টাকায় ২৫০ টাকা হতে ৪০০ টাকা বা কমবেশি হতে পারে। এটা সঠিক করে বলা সম্ভব নয়।
ইউটিউব থেকে কিভাবে টাকা তুলবো?
ইউটিউব থেকে ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা তোলা যায়।
ইউটিউব থেকে মাসে কয় টাকা আয় করা যায়?
ইউটিউব থেকে কেও মাসে ১ লক্ষ আয় করে আবার কেও ১০,০০০ টাকা ও আয় করে। ইউটিউব এর আয় মূলত ভিডিও কনটেন্টের উপর নির্ভর করবে । আপনার ভিডিও যদি অনেক ভিউ হয় তাহলে আপনার ভিডিওর অ্যাড ও অনেক মানুষ দেখবে সেক্ষেত্রে আয় বেশি হবে। আবার ভিডিওয়ের ভিউ কম হলে তার আয়ও কম হবে।
আশা করি আজকের আর্টিকেলটি পড়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায় (Ways to earn from YouTube) বিস্তারিত আপনারা জেনে গিয়েছেন। Earn Money From Youtube এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানান। আমাদের আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ