জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক (বিস্তারিত ২০২৩)| জন্ম সনদ যাচাই | Jonmo nibondhon online check
আজকের আর্টিকেলে আপনারা জানবেন অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই ২০২৩। অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই ২০২৩ (Online Birth certificate 2023) Birth certificate Online registration জন্ম নিবন্ধন ডাউনলোড করার নিয়ম দেখানো হলো:

বর্তমানে বাংলাদেশের যুগে জন্ম নিবন্ধন সনদ এর ডিজিটাল বা অনলাইন কপি থাকাটা বাধ্যতামূলক। বর্তমানে যে কোনো সরকারি কাজে জন্ম নিবন্ধনের অনলাইন কপি ব্যবহার করা হয়।
এখানে উল্লেখ্যে একটি বিষয় হচ্ছে পুরাতন বা আবেদন শুরু হওয়ার পূর্ববর্তী অনেক জন্ম নিবন্ধন সনদের তথ্য অনলাইনে নেই। ফলে সে সকল জন্ম নিবন্ধন কেউ চাইলেও ট্রেড লাইসেন্স, পাসপোর্ট তৈরী, টিকার জন্য নিবন্ধন বা এই জাতীয় অন্য অনেক কাজেই ব্যবহার করতে পারবে না।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আমরা অনেক সময় স্টডিও বা কম্পিউটারের দোকানের ধারস্ত হয়ে থাকি।
জন্ম নিবন্ধনের সকল তথ্য সঠিক আছে কিনা তা জানার জন্য জন্ম নিবন্ধন যাচাই করার প্রয়োজন হয়। যদি আপনি চান, আপনি আপনার জন্ম নিবন্ধন দেখবেন। তাহলে আপনি অনলাইনে তা দেখতে পারবেন।
বাংলাদেশের প্রত্যেক নাগরিকেরেই জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে দেখা যায়। জন্ম নিবন্ধন দেখার জন্য অবশ্যই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম:
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনি চাইলে গুগলে জন্ম নিবন্ধন অনলাইন চেক লিখে সার্চ করতে পারেন অথবা ভিজিট করুন। এখানে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন YYYY-MM-DD এই ফরমেটে। তারপর ক্যাপচা গাণিতিক সমস্যার উত্তর লিখে Search বাটনে ক্লিক করুন। তারপরই আপনার জন্ম নিবন্ধন তথ্য দেখতে পাবেন।
অনলাইনে নাম দিয়ে জন্ম নিবন্ধন চেক করা যায় না। শুধুমাত্র জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে পারবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইন বা ডিজিটাল কিনা।
অনলাইনে জন্ম নিবন্ধন সনদ চেক করা বা যাচাই করা খুবই সহজ একটি কাজ। পূর্বে কারো জন্ম নিবন্ধন তৈরি করা থাকলে তিনি নিচের ধাপগুলো অনুসরন করে সহজেই তার জম্ন নিবন্ধন চিক করতে পারবেন।
১. জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করার জন্য প্রথমেই জন্ম নিবন্ধন সনদটি আপনার হাতের কাছে রাখতে হবে। চাইলে আপনি মূল জন্ম নিবন্ধনের কাগজটি, তার ছবি, ফটোকপি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। জন্ম নিবন্ধন সনদের নম্বরটিই এক্ষেত্রে জরুরী।
২. জন্ম নিবন্ধন সনদ তৈরি, যাচাই ও এই সংক্রান্ত সকল কাজের জন্যই সরকারি ওয়েবসাইট রয়েছে। জন্ম নিবন্ধন সনদ অনলাইন চেক করার জন্য সরকারি নির্দিষ্ট ওয়েবসাইট প্রবেশ করতে হবে।
৩. নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথম ঘরে জন্ম নিবন্ধনের সনদে লেখা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নং লিখতে হবে।
৪. পরবর্তী ঘরে অর্থাৎ, দ্বিতীয় ঘরটিতে জন্ম নিবন্ধনে উল্লেখিত জন্ম তারিখ লিখতে হবে। জন্ম তারিখ লেখার সময় শুরুতে জন্ম সাল দিতে হবে তারপর জন্মের মাস এবং শেষে জন্ম তারিখ দিবেন। যেমন: (বছর-মাস-দিন) এই আকারে লিখতে হবে।
এছাড়াও জন্ম তারিখ দেওয়ার ঘরে ক্লিক করার পর নিচে ভেসে উঠা ক্যালেন্ডার থেকেও তারিখি নির্ধারন করে দিতে পারবেন।
৫. তারপরের কাজ হলো ক্যাপচা পূরন করা। ক্যাপচা ঘরের উপরে কিছু সংখ্যার ক্যাপচা থাকবে। সেটি দেখে তার যোগ বা বিয়োগফল ক্যাপচার ঘরে লিখতে হবে।
৬. প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে ‘অনুসন্ধান’ অথবা ‘search’ বাটনটিতে ক্লিক করতে হবে।
৭. বাটনটি ক্লিক করার পর এবং যদি উপরের তথ্য ঠিকভাবে দেওয়া হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধনের তথ্যগুলো প্রদর্শন করা হবে। এখান থেকে জন্ম নিবন্ধনের তথ্যগুলো ঠিক আছে কিনা তা যাচাই করে নেওয়া যাবে।
কিন্তু search বাটনে ক্লিক করার পর নতুন কোনো পৃষ্টা open না হয় এবং error অথবা No Record Found লেখা পৃষ্টা উঠে আসে তাহলে বুঝতে হবে ঐ জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে নেই। সেক্ষেত্রে ঐ ব্যক্তিকে পুনরায় জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে হবে।
জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার জন্য নিচের স্টেপগুলো অনুসরন করুন।
-
জন্ম নিবন্ধন সনদ অনলাইন চেক করার জন্য প্রথমে লিংকে প্রবেশ করুন।
-
উপরের লিংকে ক্লিক করার পর অনলাইন জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সেই ওয়েবসাইটে নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
-
প্রথমে দেখুল Birth Registration Number নামের একটি ঘর আছে। এই ঘরে আপনাকে জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে যেই নিবন্ধন আপনি অনলাইনে যাচাই করতে চান।
-
দ্বিতীয় ঘরটিতে দেখুন Date of Birth লেখা আছে। এই ঘরে আপনার জন্ম নিবন্ধন এর সঠিক জন্ম সাল, জন্মের মাস ও জন্ম তারিখ দিতে হবে।
-
জন্ম তারিখ দেয়া হয়ে গেলে তৃতীয় ঘরের ক্যাপচাটি পূরন করতে হবে। এই ঘরে উপরের কিছু যোগ ও বিয়োগ অংক দেয়া হবে। সেগুলোর সঠিক ফলাফল আপনাকে তৃতীয় ঘরে লিখতে হবে।
-
সব কিছু দেওয়া হয়ে গেলে সবার নিচে সার্চ নামের একটি বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই অনলাইন জন্ম নিবন্ধন যাচাই হয়ে যাবে।
জন্ম নিবন্ধনের সব তথ্য সঠিক থাকলে আপনার জন্ম নিবন্ধন তথ্য দেখতে পাবেন।
জন্ম নিবন্ধন যাচাই ডাউনলোড
যদি উপরের দেখানো নিয়মে আপনার জন্ম নিবন্ধন চেক করতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনার জন্ম নিবন্ধনিটি ডিজিটাল।
আপনার ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস থেকে Digital copy of birth certificate সংগ্রহ করতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য উপরের ছবি আপনার স্ক্রিনে আসার পর আপনার কম্পিউটার থেকে প্রিন্ট কমান্ড (ctrl+p) print to PDF সিলেক্ট করে PDF File হিসেবে সিলেক্ট করতে পারবেন।
কম্পিউটারে যদি print to PDF অপশন না থাকে দেখুন কিভাবে কম্পিউটারে ডকুমেন্টকে PDF File তৈরি করবেন।
আপনার প্রিন্টার থাকলে আপনি জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপিটি প্রিন্ট করে নিতে পারেন। এবং ভবিষ্যতের জন্য সংরক্ষন করতে পারেন।
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই
যদি আপনার জন্ম নিবন্ধন নম্বর ১৬ ডিজিটের হয় তাহলে এটি ১৭ ডিজিটে রূপান্তর করতে হবে। জন্ম নিবন্ধন যাচাই (19860915428117351) এ ধরনের ১৭ ডিজিট দিয়ে করা হয়।
পূর্বের জন্ম নিবন্ধন গুলো প্রথমে হাতে লেখা ও পরে অনলাইন ডাটাবেজ এ নেওয়া হয়। হাতে লেখা জন্ম নিবন্ধন গুলো ১৬ ডিজিটের ছিল।
বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির পরিমান ধরে এটিকে ১৭ ডিজিটে রূপান্তর করা হয়েছে।
তাছাড়া জন্ম নিবন্ধন তথ্যসমূহ সম্পূর্ণ অনলাইন বেইজ করা হয়েছে। তাই যদি আপনার নিবন্ধন নম্বর ১৬ ডিজিট হয়ে থাকে তাহলে ১৭ ডিজিট নম্বর আপডেটেড ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড সংগ্রহন করে নিন।
বর্তমানের প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রায় সকল তথ্য অনলাইন ডাটাবেসে সংরক্ষন করা হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদগুলোর সকল তথ্য সরকারি ডাটাবেস সংরক্ষন করে। কিন্তু অনেক কারনে জন্ম নিবন্ধনের তথ্য ডাটাবেস নাও থাকতে পারে। যাতে করে জন্ম নিবন্ধন থাকা, না থাকা একই ব্যাপার হয়ে যায়।
তাই যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আবেদনের সময় জন্ম প্রয়োজন হলে, আগে থেকেই জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা তা জেনে নেওয়া উচিত।
অনলাইনে জন্ম নিবন্ধন চেক ও ডাউনলোড করার ক্ষেত্রে এই লেখাটি আপনাদের সাহায্যে আসবে আশা করি।
অনবরত জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর:
১. জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট লিংক কোনটি?
উত্তর: জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট লিংক
২. জন্ম নিবন্ধন অফলাইনে করলে কি অনলাইনে তথ্য পাওয়া যাবে?
উত্তর: বর্তমানে জন্ম নিবন্ধন সঠিকভাবে করলেই তথ্য অনলাইনে পাওয়া যাবে। সেটা অনলাইনে করা হোক বা অফলাইনে।
৩. জন্ম নিবন্ধন নং পাওয়া না গেলে বা জানা না থাকলে কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন চেক করব?
উত্তর: জন্ম নিবন্ধন নং জানা না থাকলে কোনো ভাবেই জন্ম নিবন্ধন অনলাইনে চেক করা যাবে না।
৪. পুরাতন হাতে লেখা জন্ম নিবন্ধন কিভাবে যাচাই করবো?
উত্তর: পুরাতন হাতে লেখা জন্ম নিবন্ধন নম্বর ১৭ ডিজিট হলে সরাসরি লিংকে গিয়ে যাচাই করতে পারবেন। যদি জন্ম নিবন্ধনের সঠিক তথ্য পাওয়া না যায় তাহলে ১৭ ডিজিটের নম্বরটি সংগ্রহ করুন।
৫.মূল জন্ম নিবন্ধনের কপিটি হাতের কাছে না থাকলেও কি জন্ম নিবন্ধন অনলাইনে করা যাবে?
উত্তর: জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার জন্য শুধুমাত্র জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নং প্রয়োজন। এই নম্বরটি জানা থাকলে জন্ম নিবন্ধনের আর প্রয়োজন হবে না।
৬. কোনো কারনে একটির বেশি সনদ হয়ে গেলে কি করবো?
উত্তর: যত দ্রুত সম্ভব একের অধিক নিবন্ধন সনদটি বাতিল করা উচিত।