সেরা 7 টি কম্পিউটার কোর্স 2023 - (Best computer courses) ভালো চাকরির ক্ষেত্রে কম্পিউটার কোর্স কোনটি করবেন ?
সেরা কম্পিউটার কোর্স সমূহ : বর্তমান যুগে কম্পিউটার ছাড়া কোন কিছু ভাবাটা সম্ভব না। সেরা ৭ টি কম্পিউটার কোর্স করতে পারলে চাকরি নিশ্চিত। Top 7 Computer Course 2023, উচ্চমানের বেতনের কাজ পাওয়ার জন্য কম্পিউটার কোর্স ভালো চাকরির ক্ষেত্রে কোন কম্পিউটার কোর্স সমূহ করবেন।

বর্তমান যুগে কম্পিউটার ছাড়া কোন কিছু ভাবা অসম্ভব। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষা পাশ করার পরও ছাত্র-ছাত্রীরা সঠিক কম্পিউটার কোর্স নির্বাচন করতে পারে না। অনেক সময় তারা এমন সব কম্পিউটার কোর্স করে যেগুলি করার পরও তারা চাকরির সুযোগ পাচ্ছে না। কোন কোর্স করলে তারা চাকরি বা কাজ পাবে অথবা ইনকাম করা শুরু করতে পারবে সে সম্পর্কে তাদের সঠিক ধরনা থাকে না।
আজকে আপনারা এই আর্টিকেল থেকে জানতে পারবেন ভালো চাকরির ক্ষেত্রে কোন কম্পিউটার কোর্স করবেন। সেরা ৭ টি কম্পিউটার কোর্স করতে পারলে চাকরি নিশ্চিত। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করে এই ৭ টির মধ্যে যেকোনো একটি কম্পিউটার কোর্সকে বেছে নিয়ে শিখা শুরু করতে পারেন। বর্তমানে কম্পিউটারের বিভিন্ন কোর্স রয়েছে, যার ফলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বিভ্রান্ত হয়ে থাকি।
-
কোন কোর্স ভালো হবে?
-
কোন কম্পিউটার কোর্স করবো?
-
চাকরির ক্ষেত্রে কোন কম্পিউটার কোর্স জরুরি?
-
এবং আমাদের মাথায় আরো অনেক ধরণের প্রশ্ন আসে।
অনেকগুলো কোর্সের মধ্যে আমরা আজকে এমন ৭ টি কম্পিউটার কোর্স-Top 7 Computer Course বাছাই করেছি যেগুলোর কাজর চাহিদা বর্তমানে ব্যাপক।
সেরা ৭ টি কম্পিউটার কোর্স | Top 7 Computer Course
1. অ্যানিমেশন কোর্স | Animation Course
বর্তমান প্রজন্মে অ্যানিমেশন একটি বড় জায়গা করে নিয়েছে। গেমিং (Gaming), কার্টুন (Cartoon) ও সিনেমা (Film) জগৎ এ অ্যানিমেশন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়।
আমরা মোবাইলে (Mobile), ইউটিউবে (YouTube), টিভিতে (TV), বিভিন্ন অ্যাডে যে সমস্ত কার্টুন টাইপের ভিডিও গুলো দেখি সেগুলো এই অ্যানিমেশন (Animation) এর মাধ্যমে করা হয়ে থাকে। বিশেষ করে অ্যানিমেশন এখন চলচ্চিত্র নির্মানের একটি গুরুত্বপূর্ণ দিকে ভূমিকা পালন করে।
Animation Course কোর্স করে আপনি খুব সহজে অ্যানিমেশন এর উপর ভালো দক্ষতা অজর্ন করতে পারবেন। যদি আপনি ভালো করে এই অ্যানিমেশন কোর্স কমপ্লিট করতে পারেন তাহলে এর থেকে বিভিন্ন ভাবে টাকা ইনকাম করতে পারবেন। যেমন-
আপনি চাইলে কোনো কোম্পানিতে মাসিক বেতনে চাকরি করতে পারবেন।
ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন, এর জন্য আপনাকে অনলাইনে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন- Fiverr, Upwork, Freelancer, Guru ইত্যাদিতে রেজিস্ট্রেশন করে রাখতে হবে।
আপনি নিজের কোনো এজেন্সি খুলে অ্যানিমেশনের কাজ শুরু করতে পারেন।
2. ওয়েব ডেভেলপমেন্ট কোর্স | Web Development Course
দিন যত যাচ্ছে চাকরির বাজার হচ্ছে কঠিন থেকে কঠিনতর। গতানুগতিক চাকরি দিন দিন কমে এসেছে। তাই বুদ্ধিমানের কাজ হলো এমন একটি পেশার দিকে এগোনো যা আপনাকে ভবিষ্যতে টিকে থাকতে সহয়তা করবে।
এজন্য বর্তমান সময়ে অনেকেই নিজস্ব ব্যবসা শুরু করছে। সেটা প্রোডাক্ট বেসড বা সার্ভিস বেসড হোক। যে কোনো ধরনের ব্যবসা শুরু করতে হলে একটি ওয়েবসাইট অবশ্যই লাগবে। এখানেই ওয়েব ডেভেলপমেন্ট (Web Development) এর কাজের চাহিদা চলে আসে।
একজন উদ্যোগী একটি সুদর্শন ওয়েবসাইট বানিয়ে তার ব্যবসাকে মানুষের সামনে ভালোভাবে পরিচিতি করাতে চায়। আর এই কাজের জন্য সে একজন Web Developer কে ভালো পরিমান টাকা দিয়ে থাকে।
ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করতে গেলে আপনাকে কোডিং শিখতে হবে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ -Programing Language শিখতে হবে। আবার কোডিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াও আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। ওয়ার্ডপ্রেস - WordPress এর মাধ্যমে আপনি খুব সহজে ওয়েবসাইট তৈরির কাজ করতে পারবেন।
শুধু টাকার দিক থেকেই যে Web Developer দের কাজ এগিয়ে তা কিন্তু নয়। আপনি একজন Web Developer হিসেবে আপনার চাকরিতে অনেক স্বাধীনতা পাবেন। যা আপনি কোনো ট্রেডিশনাল চাকরিতে পাবেন না।
3. গ্রাফিক্স ডিজাইন কোর্স | Graphics Designing
Graphics Designing এর কাজ এখন সর্বক্ষেত্রেই করা হচ্ছে। আপনি নিশ্চয়ই কয়েক ঘন্টা মোবাইলে কাটান। সেখানে বিভিন্ন ছবি, ভিডিও, পোষ্টার দেখতে পান। এছাড়া আমরা যখন রাস্তা দিয়ে হাটি তখন রাস্তার পাশে পোষ্টার, ব্যানার, ল্যাফলেট দেখতে পাই। এগুলোর যেকোনো ডিজাইন এর কাজগুলি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করা হয়। আপনি গ্রাফিক্স ডিজাইনের কোর্স (Graphics Design Course) সম্পূর্ন করে যেকোনো কোম্পানির চাকরিতে যুক্ত হতে পারবেন।
গ্রাফিক্স ডিজেইন করে আয় করার জনপ্রিয় কিছু উপায় আপনাদেরকে জানিয়ে দেই-
· লোগো ডিজাইন (Logo Design) করে আয়
· ফন্ট ডিজাইন (Font Design) করে আয়
· টি- র্শাট ডিজাইন (T-shirt Design) করে আয়
· স্টক গ্রাফিক্স ডিজাইন (Stock Graphics Design) করে আয়
· ভিডিও টিউটোরিয়াল বিক্রি (Video Tutorials sell) করে আয়
· ডিজাইন টেমপ্লেট বিক্রি (Design Templates sell) করে করে আয়
· বিজ্ঞাপন ডিজাইন (Advertising Design) করে আয়
· ইন্ডাষ্ট্রিয়াল ডিজাইন (Industrial Design) করে আয়
4. সোশ্যাল নেটওয়ার্কিং | Social Networking
Social media সাইডগুলোর মধ্যে সবচেয়ে কার্যকরী জায়গা হলো Networking। সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবের বৃহত্তম ও সর্বাধিক প্রভাবশালী উপাদানগুলির মধ্যে একটি। তবে পশ্চিমের ক্ষেত্রে বিশেষ করে অল্প বয়স্ক জনসাধারণের মধ্যে প্রচলিত সত্ত্বেও সবাই এটি ব্যবহার করে না ।
সোশ্যাল নেটওয়ার্কিং একটি নির্দিষ্ট কাঠামোর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা মানুষকে তাদের ব্যক্তিত্ব প্রকাশ করতে এবং অনুরূপ মানুষের সাথে দেখা করার ও ব্যবস্থা করে দেয়। এইসব সাইটগুলোতে আমরা নানা ধরণের ও নানা পেশার মানুষের সাথে পরিচিত হই।
এইসব মানুষেরা পরবর্তীতে আমাদের নানা উপকারে আসতে পারেন। তবে সোশ্যাল নেটওয়ার্কিং স্কিলসের মধ্যে আপনি কীভাবে কার সাথে কথা বলবেন, নেগেটিভিটি কীভাবে নেগেটিভিটি এড়িয়ে চলবেন এগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। Social media website এবং অ্যাপগুলো সবসময় এক্টিভ থাকে।
এছাড়াও সোশ্যাল নেটওয়ার্কিং একটি ফর্ম। সোশ্যাল নেটওয়ার্কিং একটি চাকরী খুঁজে পেতে গুরুত্বপূর্ণ। আবার ব্যবসার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং খুব কার্যকর প্রচারমূলক হাতিয়ার হতে পারে। যেমন- লেখক (Writer), অভিনেতা(Actor), উদ্যোক্তা(Entrepreneur), শিল্পী(Artist), সঙ্গীতশিল্পী(Musician) ।
5. অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স | App Development Course
আপনিও Phonpe, Paytm অ্যাপ বা পড়াশোনা সম্পর্কিত মোবাইল অ্যাপ ব্যবহার করেন। এই অ্যাপ গুলো কিভাবে বানানো হয় বা কেন বানানো হয় আপনার মনে কখনো এই ধরনের প্রশ্ন এসেছে।
প্রথমে বলি মোবাইল অ্যাপ কেন ব্যবহার করা হয়-
আমাদের কাজ গুলো সহজ করার জন্য একটি মোবাইল অ্যাপ বানানো হয়। একটি অ্যাপে যে কাজ হয় সেই একই কাজ ওয়েবসাইট এর মাধ্যমে করা যায়।
কম্পিউটারের মাধ্যমে App Development Course করে আপনিও একজন App developer হয়ে যেতে পারেন। এই কোর্স শেষ করে প্রফেশনাল অ্যাপ ডেভেলপার হতে অনেকটা সময় লেগে যায়। কিন্তু আপনি যখন একজন দক্ষ App Developer হয়ে যাবেন তখন আপনার টাকা ইনকাম করার রাস্তা আপনার কাছে আসতে থাকবে।
6. ডিজটাল মার্কেটিং কোর্স | Digital Marketing Course
বর্তমানে Digital Marketing এর চাহিদা কতটা বেশি সেটা অবশ্যই আপনারা জানেন। আপনি ডিজিটাল মার্কেটিং করে নিজের ব্যবসাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন। আবার বিভিন্ন কোম্পানি একজন ভালো ডিজিটাল মার্কেটারকে নিয়োগ করতে চায়।
ডিজিটাল মার্কেটিং এমন একটি পদ্ধতি যার দ্বারা আমরা যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস ঘরে বসেই কিছু সময়ের মধ্যেই লক্ষ লক্ষ মানুষদের কাছে প্রচার করতে পারি। এছাড়া আপনি যদি কোনো product, online service বা offline business এর জন্য customer খুজেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনেক কম খরচে লক্ষ কাস্টমার পেয়ে যেতে পারবেন।
এটির দ্বারা সব ছোটো বড় কোম্পানি নিজের প্রোডাক্ট তার লক্ষ্য গ্রাহকের কাছে মার্কেটিং করছেন। আগে লোকেরা বা কোম্পানি গুলো কোনো বিজ্ঞাপন (advertisement) এমন জায়গায় প্রচার করতো যেখানে লোকের ভিড় বেশি। যেমন- TV, Radio বা রাস্তার পাশে। কিন্তু এখন সবথেকে বেশি ভিড় বা লোকেদের সংখ্যা পাবেন social media এবং internet ।
7. কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং নেটওয়ার্কিং। Computer Hardware Engineering & Networking
কম্পিউটার হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং কোর্স কম্পিউটার মেরামত ও সামঞ্জস্য বজায় রাখতে সহায়তা করে। নিয়মিত ব্যবহার করার কারনে কম্পিউটারে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আর সেই সমস্যা গুলোর সমাধান করার কাজ হলো হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং এক্সপার্টদের।
কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং খাতের মধ্যে বিভিন্ন ধরণের কম্পিউটার ইক্যুইপমেন্টের ডেভেলপমেন্ট, গবেষণা, ডিজাইন, ইন্সটলেশন এবং টেস্টিংয়ের মতো অনেক ধরণের বিষয় রয়েছে। আপনাদের জানিয়ে দেই একজন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ গুলো –
· বিভিন্ন কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে গবেষনা করা।
· বিভিন্ন কোম্পানির হার্ডওয়্যার ডেভেলপমেন্ট সহায়তা করা।
· নিত্য নতুন হার্ডওয়্যার ডিজাইন ও ডেভেলপমেন্ট করা।
· বিভিন্ন হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্স ডিভাইসের আপগ্রেড করা।
· বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সাকির্ট ও অ্যাসেম্বলির টেস্টিং ও মেইনটেনেন্স করা।
ভালো চাকরি পেতে সাহায্য করবে এমন ৭টি কম্পিউটার কোর্সঃ আজকে যে কোর্স গুলো নিয়ে আলোচনা করলাম এ ধরনের কোর্স গুলো আপনি খুব সহজে যে কোনো কম্পিউটার ইনস্টিটিউট থেকে বা অনলাইন থেকে শিখে নিতে পারবেন। আশা করছি আমি আপনাদের কিছু ভালো ও সেরা কোর্স সমূহ সম্পর্কে জানাতে পেরেছি। যে কোর্স করে একটি ভালো চাকরি পাওয়ার জন্য আপনার অনেক কাজে আসবে। আজকের আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাবেন।