Computer Hardware কি? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি? [বিস্তারিত ২০২৩]
আর্টিকেলটিতে Computer Hardware নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। Hardware কি? Hardware কত প্রকার ও কি কি? কম্পিউটারের জন্য হার্ডওয়্যার কতটা গুরুত্বপূর্ণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
![Computer Hardware কি? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি? [বিস্তারিত ২০২৩]](https://bdbanglarnews.com/uploads/images/202301/image_750x_63c8c6be59564.jpg)
COMPUTER HARDWARE কি? কত প্রকার ও কি কি?
আপনি কি জানেন? কম্পিউটার হার্ডওয়্যার(Computer Hardware) কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ এখানে আমরা Computer Hardware সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।
তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক।
আর্টিকেলটিতে যা যা থাকছে,
১. কম্পিউটার হার্ডওয়্যার (Computer Hardware) কি?
২. হার্ডওয়্যারের (Hardware) শ্রেণীবিভাগ
৩. হার্ডওয়্যার কত প্রকার ও কি কি?
৪. Computer Hardware এর কাজ কি?
৫. Computer Hardware এর গুরুত্ব
৬. পরিশেষে
কম্পিউটার হার্ডওয়্যার (Computer Hardware) কি?
কম্পিউটার হার্ডওয়্যার হলো কম্পিউটারের (Physicial) ভৌত সংগঠন। কম্পিউটারের কোনো কাজ হার্ডওয়্যার ব্যতিত সম্ভব নয়।
কম্পিউটার তৈরিতে যে সকল ডিভাইস বা যন্ত্রাংশ প্রয়োজন হয় তাদেরকে কম্পিউটার হার্ডওয়্যার বলে।
আরো সহজ বললে হয় কম্পিউটারের যে সকল অংশগুলো আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি এবং চোখ দিয়ে দেখতে পারি তাকে Hardware বলে।
যেমনঃ কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর,ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মাদারবোর্ড, মনিটর প্রিন্টার ইত্যাদি কম্পিউটার হার্ডওয়্যার।
আশা করি Computer Hardware কি? এ বিষয়টি বুঝতে পেরেছেন।
হার্ডওয়্যারের (Hardware) শ্রেণীবিভাগ
কম্পিউটার তৈরিতে বিভিন্ন প্রকার হার্ডওয়্যার ব্যবহার করা হয়। এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়।
১. Internal (ইন্টারনাল)
২. External (এক্সট্রানাল)
Internal Hardware (ইন্টারনাল হার্ডওয়্যার)
Internal Hardware হলো কম্পিউটারের ভিতরের অংশ।
• Motherboard (মাদারবোর্ড)
• CPU/Central Processing Unit (কন্ট্রোল প্রসেসিং ইউনিট)
• Power Supply Unit (পাওয়ার সাপ্লাই ইউনিট)
• Graphics Procession Unit (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট)
• Hard Drive (হার্ড ড্রাইভ)
• Optical Drive (অপটিক্যাল ড্রাইভ)
• Card Reader (কার্ড রিডার)
• Video Card (ভিডিও কার্ড)
• Random Access Memory (রেনডম এক্সেস মেমোরি)
• Solid-State Drive (সলিড স্টেট ড্রাইভ)
এগুলো সবই হলো Internal Hardware (ইন্টারনাল হার্ডওয়্যার)
External Hardware (এক্সট্রানাল হার্ডওয়্যার)
External Hardware হলো কম্পিউটারের বাহিরের অংশ। সে গুলো
হলোঃ
• Monitor (মনিটর)
• Speakers (স্পিকার)
• Pen Tablet (পেন টেবলেট)
• Printer (প্রিন্টার)
• UPS/Battery Backup (ব্যাটারি ব্যাকআপ)
• Mouse (মাউস)
• Flash Drive (ফ্লাস ড্রাইভ)
• Keyboard (কিবোর্ড)
• External Hard Drive (এক্সটানাল হার্ড ড্রাইভ)
এগুলো হলো External Hardware (এক্সটানাল হার্ডওয়্যার)
হার্ডওয়্যার কত প্রকার ও কি কি?
কম্পিউটার হার্ডওয়্যার প্রধানত পাঁচ প্রকার। যথাঃ
i. Input Device (ইনপুট ডিভাইস)
ii. Processing Device (প্রসেসিং ডিভাইস)
iii. Storage Device (স্টোরেজ ডিভাইস)
iv. Output Device (আউটপুট ডিভাইস)
v. Communication Device (কমিউনিকেশন বা যোগাযোগ ডিভাইস)
Input Device (ইনপুট ডিভাইস)
যে ডিভাইস গুলোর মাধ্যমে Data বা তথ্য প্রদান করা হয় অথবা নির্দেশ দেওয়া হয় তাকে Input Device বা প্রেরণ কারী যন্ত্র বলা হয়। উদাহরণ স্বরুপ বলা যায়, ধরে নিন আপনি আপনার নিজের জন্য একটি Bio-data (বায়োডাটা) তৈরি করবেন বা লিখবেন। এখন প্রশ্ন হলো আপনি কি দিয়ে লিখবেন? সহজ উত্তর আপনি কিবোর্ড দিয়ে লিখবেন। আবার লেখাটি Save করার জন্য কি ব্যবহার করবেন? নিশ্চয় মাউস। তাহলে বুঝাই যাচ্ছে, কিবোর্ড ও মাউস হলো Input Device. এ রকম আরো কিছু Input Device হলোঃ
• Joystick (জয়েস্টিক)
• Microphone (মাইক্রোফোন)
• Light Pen (লাইট পেন)
• Track Ball (ট্র্যাক বল)
• Graphics Tablet (গ্র্যাফিকস ট্যাবলেট)
• Webcam (ওয়েব ক্যাম)
• Bar Code Reader (বার কোড রিডার)
• Scanner (স্ক্যানার)
• Optical Mark Reader (অপটিক্যাল মার্ক রিডার)
• Magnetic Ink Character Recognition (ম্যাগনেটিক ইংক ক্যারেকটার রিডার)
Processing Device (প্রসেসিং ডিভাইস)
যে সকল যন্ত্র বা যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারের ডাটা বা তথ্য কে প্রক্রিয়াকরণ করা হয় তাকে প্রসেসিং ডিভাইস বলে। মনে করুন আপনি কম্পিউটারকে নির্দেশ দিলেন ২ এবং ৩ যোগ কর। এখন কম্পিউটার যে যন্ত্রের সাহায্য নিয়ে যোগের কাজ শেষ করবে তাকে প্রসেসিং ডিভাইস বলে। কিছু উল্লেখযোগ্য প্রসেসিং ডিভাইস হলোঃ
গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (Graphics Processing Unit), মাইক্রোপ্রসেসর (Microprocessor), সাউন্ড কার্ড (Sound Card), মাদারবোর্ড(Motherboard), সিপিইউ (CPU) ইত্যাদি।
Storage Device (স্টোরেজ ডিভাইস)
যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন তথ্য স্থানী ভাবে সংরক্ষণ করে রাখা হয় তাকে Storage Device বলে। ধরুন আপনি একটি ভিডিও বা পিকচার রাখবেন। তাহলে কোথায় রাখবেন? অবশ্যই হার্ডডিস্কে রাখবেন। তাহলে Harddisk হলো Storage Device. পেন ড্রাইভ( Pen Drive), (SSD) এসএসডি, ডিভিডি (DVD) ইত্যাদি হলো Storage Device.
Output Device (আউটপুট ডিভাইস)
Output Device হলো এমন একটি উপাদান যা প্রক্রিয়া কৃত ফলাফল প্রকাশের জন্য ব্যবহার করা হয়। আপনি যদি কম্পিউটার থেকে একটি Image দেখতে চান, তাহলে অবশ্যই সেটা মনিটরের মাধ্যমে দেখতে হবে। আর যদি Image টি Print করে বের করতে চান তাহলে অবশ্যই সেটা Printer দিয়েই করতে হবে।
তাহলে বুঝা গেল মনিটর, প্রিন্টার এগুলো হলো আউটপুট ডিভাইস। উল্লেখযোগ্য কিছু আউটপুট ডিভাইস হলোঃ স্পিকার (Speaker), মোবাইল (Mobile), প্রজেক্টর (Projector) ইত্যাদি। Communication Device (কমিউনিকেশন বা যোগাযোগ ডিভাইস)
যে সকল যন্ত্রের মাধ্যমে কম্পিউটার ডাটা আদান করে বা অন্য কো নেটওয়ার্কে যুক্ত হয় তাকে যোগাযোগ ডিভাইস (Communication Device) বলে।
অর্থাৎ, এক কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য আরেকটি ডিভাইসে যোগাযোগ, শেয়ার, ডাটা আদান-প্রদান ইত্যাদি করার জন্য সাধারণত যেসব ডিভাইস ব্যবহার করা হয় তাদেরকে Communication Device বলা হয়।
উল্লেখযোগ্য কিছু Communication Device হলোঃ মডেম (Modem), রাউটার (Router), হাব (Hub), সুইচ (Switch), ব্রিজ (Bridge) ইত্যাদি।
Computer Hardware এর কাজ কি?
কম্পিউটারের যে সকল অংশ গুলো আমরা স্পর্শ করতে পারি তাদেরকে Hadware বলে। কম্পিউটার দিয়ে কোন কাজ করার ইচ্ছা করলে কম্পিউটারকে কিছু নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশ অনুযায়ী কম্পিউটার Hardware এর মাধ্যমে কাজটি সম্পন্ন করে থাকে।
Computer Hardware এর গুরুত্ব
হার্ডওয়্যার ও সফটওয়্যার হলো কম্পিউটারের দুটি অংশ এবং একে অপরের পরিপূরক। কারণ একটি ছাড়া অন্যটি কল্পনা করা দায়।
সফটওয়্যারের কাজ হলো হার্ডওয়্যারকে কোনো কাজের নির্দেশ দেওয়া। আর হার্ডওয়্যারের কাজ হলো সেই নির্দেশ অনুযায়ী কাজটি সম্পন্ন করা।
একটি কম্পিউটারকে হার্ডওয়্যার ব্যতিত চিন্তা করার মানে হলো শরীর বিহীন মানুষের মতন। শরীর ছাড়া যেমন কোনো মানুষ হতে পারে না। ঠিক তেমনি হার্ডওয়্যার ছাড়া কম্পিউটার হতে পারে না। হার্ডওয়্যার গুলো হলো মানুষের প্রতিটি অংশের মত।
পরিশেষেঃ
আজ আমরা এই আর্টিকেলটিতে কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি? ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আশা আর্টিকেলটি পড়ে আপনি হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে ও বুঝতে পেরেছেন।
তো আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন।আর হ্যা অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।